সাভারের আশুলিয়ায় স্থানীয়দের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় গ্রামবাসীর সঙ্গে জমির মালিকপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন

সাভারের আশুলিয়ায় স্থানীয়দের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় গ্রামবাসীর সঙ্গে জমির মালিকপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২১ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় শিমুলিয়া বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- শফিকুর রহমান, অজিত সূত্রধর, তারা মিয়া, মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম, আবুল হোসেন, আল মারুফ, জহিরুল ইসলাম। তারা ধামরাই ও আশুলিয়ার বাসিন্দা।পুলিশ জানায়, গতকাল একটি আঞ্চলিক সড়ক নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। শিমুলিয়া বাজার থেকে শ্মশানঘাট পর্যন্ত একটি সরু কাঁচা সড়ক রয়েছে, যা দীর্ঘদিন ধরে গ্রামবাসী ব্যবহার করে আসছেন। 
সড়কটিতে আবুল হোসেন নামে এক ব্যক্তির ব্যক্তি মালিকানা জমি রয়েছে। আবুল হোসেন জমি ও ওই সড়ক সংক্রান্ত বিরোধের জেরে তার মালিকানার অংশে দেয়াল নির্মাণের চেষ্টা করেন। এতে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে শুক্রবার বিকেলে এলাকাবাসী ওই দেয়াল ভেঙে দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সন্ধ্যার দিকে জমির মালিক আবুল হোসেনের ও তার লোকজন এলাকাবাসীর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় পুলিশের উপস্থিতিতেই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, জমি ও সড়ক নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সংঘর্ষ হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।