ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে একাধিক ছাত্র-জনতার হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ । পরে র‍্যাব তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। গ্রেপ্তারকৃত জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়া যুবলীগ নেতা বলে জানায় র‍্যাব। 

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

র‍্যাব জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা রাজন ভূঁইয়াকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ থেকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার মোঃ নাজমুল ইসলাম বলেন, 
তার নামে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলা লাশ পোড়ানো মামলা সহ অন্তত ২০টির মত মামলা রয়েছে। যার মধ্যে ৪/৫ টি মামলা এখনো চলমান রয়েছে। রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।