আজ ২৮শে সেপ্টেম্বর (শনিবার) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু করেন বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে নানান রঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বেলুন দেখা যায়। উৎসবমূখর পরিবেশে বিভিন্ন ধর্মীয়, উপজাতীয় ও ট্যুরিজম বিভাগের পেশাগত পোষাক পরিধান করে শোভাযাত্রায় অংশ নেন উক্ত বিভাগের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যবসায় প্রশাসন ভবনের সামনেই শোভাযাত্রা শেষ করেন তারা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে “বিশ্ব পর্যটন দিবস ২০২৪”। দিবসটি ১৯৮০ সালে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা “ইউএন ট্যুরিস্ট” এর ঘোষণার পর থেকে আন্তর্জাতিকভাবে উদযাপিত হয়ে আসছে।

আজ ২৮শে সেপ্টেম্বর (শনিবার) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু করেন বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে নানান রঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বেলুন দেখা যায়। উৎসবমূখর পরিবেশে বিভিন্ন ধর্মীয়, উপজাতীয় ও ট্যুরিজম বিভাগের পেশাগত পোষাক পরিধান করে শোভাযাত্রায় অংশ নেন উক্ত বিভাগের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যবসায় প্রশাসন ভবনের সামনেই শোভাযাত্রা শেষ করেন তারা।

এবিষয়ে জানতে চাইলে উক্ত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশিক হাসান বলেন, “দিবসটি মূলত ২৭শে সেপ্টেম্বর ছিল কিন্তু দিনটি শুক্রবার হওয়ায় আমরা আজ এটি উদযাপন করছি। বিশ্বব্যাপী পর্যটন খাতের প্রসারে আন্তর্জাতিকভাবে দিবসটি পালিত হয়।”এ আয়োজনে আরো ছিল রচনা ও কুইজ প্রতিযোগিতা। ইবি ট্যুরিজম বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রাকিব, প্রভাষক মো ইয়ামিন মাসুম ও প্রভাষক মো নাসির মিয়ার তত্ত্বাবধানে প্রায় শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি পালিত হয়।