আজ ৭ই অক্টোবর (সোমবার) দুপুর ২টায় প্রশাসন ভবনের প্রধান ফটকে অবস্থান নেয় বিভাগীয় শিক্ষার্থীরা। এসময় সমকামী শিক্ষকের বিরুদ্ধে স্লোগানের মাধ্যমে অভিযুক্তের পদত্যাগ ও বহিষ্কার দাবি করে তারা। পৌনে ৩টার দিকে প্রশাসন ভবনে আসেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি-শিক্ষকগণ। উপাচার্য তাৎক্ষণিকভাবে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সমকামী শিক্ষকের পদত্যাগ ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষাথীরা। বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

আজ ৭ই অক্টোবর (সোমবার) দুপুর ২টায় প্রশাসন ভবনের প্রধান ফটকে অবস্থান নেয় বিভাগীয় শিক্ষার্থীরা। এসময় সমকামী শিক্ষকের বিরুদ্ধে স্লোগানের মাধ্যমে অভিযুক্তের পদত্যাগ ও বহিষ্কার দাবি করে তারা। পৌনে ৩টার দিকে প্রশাসন ভবনে আসেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি-শিক্ষকগণ। উপাচার্য তাৎক্ষণিকভাবে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন।

আলোচনা শেষে শিক্ষার্থীরা জানান, তাদের দাবি উপাচার্য কর্তৃক গৃহীত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হবে। হাফিজুল ইসলামকে বিভাগে অবাঞ্চিত ঘোষণা করে তার ক্লাস-পরীক্ষা বর্জন করে তারা।সম্মিলিত বক্তব্যে শিক্ষার্থীরা আরও বলেন, বিকৃত চিন্তাধারার কোনো শিক্ষককে গ্রহণ করা হবে না। ইতোমধ্যে বিভাগে সেশনজট দেখা দিয়েছে। অভিযুক্তের পরিবর্তে অতিথি শিক্ষকের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং সেশনজট নিরসন করতে হবে। কেউ যদি অভিযুক্তের পক্ষ অবলম্বন করে তবে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।