২৩শে জুন সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নিলফামারী জেলা শাখার উদ্যোগে নিলফামারী বড় মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়৷
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই৷ তিনি আরো বলেন বিগত ৫৪ বছরে যেটি হয় নাই এবার সেটাই করে দেখাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ,
ইসলামী দল গুলোর ভোটের বক্স একটাই হবে আমরা বাদি কিন্তু কেউ যদি মুনাফেকি করে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা রাখে তাই নিলফামারী জেলার চারটা আসনের মধ্যে তিনটাতে প্রার্থী ঘোষণা করেন৷
নিলফামারী -২ আসনে এডভোকেট এম হাসিবুল ইসলাম নিলফামারী-৩ আসনে আলহাজ্ব আমজাদ সরকার নিলফামারী -৪ আসনে মোঃ শহিদুল ইসলাম৷