এসব দাবির মধ্যে ছিল দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ, সেশনজট নিরসন, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম ডিজিটাল মাধ্যমে সম্পাদন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, শিক্ষকদের গোপন মূল্যায়ন ব্যবস্থা, শতভাগ আবাসিকতা, পরিবহন, চিকিৎসাকেন্দ্র সহ প্রায় ৫০টিরও অধিক সংস্কার প্রস্তাবনা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষক-কর্মকর্তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার প্রস্তাবও করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের সাথে এক উন্মুক্ত মতবিনিময় সভায় অংশ নেন। আজ ৩০শে সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের মূলপর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার স্বমন্বয়ক মোখলেসুর রহমান সুইট শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের দাবিসমূহ সকলের সামনে উপস্থাপন করেন।

এসব দাবির মধ্যে ছিল দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ, সেশনজট নিরসন, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম ডিজিটাল মাধ্যমে সম্পাদন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, শিক্ষকদের গোপন মূল্যায়ন ব্যবস্থা, শতভাগ আবাসিকতা, পরিবহন, চিকিৎসাকেন্দ্র সহ প্রায় ৫০টিরও অধিক সংস্কার প্রস্তাবনা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষক-কর্মকর্তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার প্রস্তাবও করা হয়।

পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদেরকে উন্মুক্তভাবে তাদের সংস্কার ভাবনা উপস্থাপন করার আহ্বান জানানো হয়। এসময় শিক্ষার্থীদের মধ্য থেকে অনেকেই সংস্কারের আরও কিছু দিক তুলে ধরেন।উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার বক্তব্যে বলেন, বিপ্লবের রক্তের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। পূর্বের ফ্যাসিবাদী ব্যবস্থাকে ভেঙ্গে সবকিছু নতুনভাবে সাজাতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত হলেও এর কিছু বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। আধুনিক বিজ্ঞান ও ইসলামিক জ্ঞানের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। তিনি আরও জানান, শিক্ষার্থীদের প্রস্তাবনাগুলো আমার কাজকে সহজ করে দিয়েছে। উপাচার্যের চেয়ার আমার ক্ষমতার স্থান নয়, এটি আমার দায়িত্ব। আর এই দায়িত্ব পালনে শিক্ষক-শিক্ষার্থী সকলের সহযোগিতা কামনা করছি।