ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে একজন, মাদক মামলায় দুইজন ও অন্যান্য মামলার তিনজন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) তাদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: 
- সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন ওরফে তোফায়েল (৪০) 
- মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাইন উদ্দিন (৫০) 
- আওয়ামী লীগের সক্রিয় কর্মী ফারুক মিয়া (৪০) 
- মোঃ কাইরুম (৪৫) 

এছাড়া মাদক মামলায় গ্রেফতার হয়েছেন: 
- উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আঃ মতিনের পুত্র মোঃ লিটন মিয়া (২৫) 
- জামাল মিয়া (৩৬) 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের নির্দেশে ও সার্কেল এসিপির তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, রাজনৈতিক মামলায় ৪ জন ও মাদক মামলায় ২ জনসহ মোট ৬ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।