বাংলাদেশ প্রেসক্লাব, মৌলভীবাজার জেলা শাখা যাহা( গভঃ রেজিঃ-৯৮৭৩৬/১২)।
ড. এড. আবু তাহের প্রদান উপদেষ্ঠা বলেন সাংবাদিকদের আরও বেশি দায়িত্বশীল হয়ে মাঠে কাজ করতে হবে। তাদের( সাংবাদিক) নিরাপত্তার জোরদার করার দাবি জানান বাংলাদেশ সরকার ও প্রশাসনের কাছে। যারা রেমিট্যান্স যোদ্ধা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসার কথা জানান। তারা( রেমিট্যান্স) প্রবাসীরা আমাদের সূর্য সন্তান। তারা বাংলাদেশে উন্নয়নে অবদান, নিজ পরিবার, পাড়া প্রতিবেশি, মন্দির,মসজিদ, প্যাগোডা,দান খয়রাত ও সহযোগিতা করে থাকেন। সর্বক্ষেত্রে উনাদের ভূমিকা রয়েছে। পৃথিবীটা এখন গ্লেবাল ভিলেজ নেই, এখন একটা ঘর বা রুম। তিনি আরও বলেন হিংসাওয়ালা হিংসা করবেই,আমরা যেখানেই থাকি না কেন আমাদের আরও বেশি কাজ করতে হবে।
সংবর্ধনাকৃত উপদেষ্ঠা ও স্পেন যুবদল নেতা ইফতেখার হোসেন কাশেম বলেন যারা নির্যাতিত,নিপীড়িত,শোষিত তাদের পক্ষ হয়ে আপনারা( সাংবাদিক) কলমের লেখনির মাধ্যমে সাধারন মানুষের চিত্র, কথাবার্তাগুলো তুলে ধরেন। তিনি বলেন আমি জানি আপনাদের বাড়ি,গাড়ি নেই তারপরও আপনারা( সাংবাদিক) সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ২৪' আন্দোলনে যেভাবে ছাত্রজনতা রাস্তায় নেমে সামনের সারি থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট দমন করেছেন ঠিক তেমনি আপনারা ( সাংবাদিক) সামনের সারি থেকে ক্যামেরা দিয়ে ভিডিও,ছবি,না নিলে আমরা দেশের খবর বিদেশে বসে বা দেশের মানুষ জানতে পারত না। তিনি আরও বলেন আমরাও বিদেশে লন্ডন,আমেরিকা,ইতালি, স্পেন,জার্মান, ফ্রান্স যেখানেই গিয়েছে সেখানেই প্রতিহত করেছি।
বক্তারা আরও বলেন যেভাবে ২৫' এ সিলেটে সাদা পাথর লুট করেছেন, বাইক্কা বিল ২০০৯ সালে লুট করেছে, লাউয়াছড়া জাতীয় উদ্দ্যান সংরক্ষন, ৪৫% শতাংশ জমি হারিয়ে গেছে বাসা বাড়ি অবকাঠামো উন্নয়ন করতে। কৃষি কাজে জমির প্রতি লক্ষ্য দিতে হবে। কৃষি নির্ভর বাংলাদেশ। বাংলাদেশে বর্তমান প্রকৃতি,জীববৈচিত্র্য, জলবায়ু ও পরিবেশ এবং দেশের পরিবেশ পরিস্থিতির বিশেষ দৃষ্টি দেওয়ার গুরুত্ব আহ্বান জানান।
সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা শাখা সভাপতি রুমান আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা মো: তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, দৈনিক গণজাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক আনহার আহমদ সমশাদ, আল জাজিরার সাবেক প্রতিনিধি সেলিম আহমদ, সিনিয়র সাংবাদিক মামুনুর রহমান মসু, মৌলভীবাজার অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পায়েল আহমদ, বাংলাদেশ টুডে প্রতিনিধি পিন্টু দেবনাথ, দৈনিক দেশকাল প্রতিনিধি মুনাইম খান, আলমগীর, নুরুল ইসলাম, নয়ন, সুফিয়ান, ইমন, হেলাল আহমদ, দেলোয়ার হোসেন প্রমূখ।