ঐতিহাসিক উরুছ মোবারক উদযাপিত হলো আজ ২/২/১০২৫ রবিবার দিবাগত রাতে হাজারো মানুষের ঢল,গোবিন্দগঞ্জ উপজেলাধীন  কোচাছ শহর  ইউনিয়নের সতী তোলা নামক এলাকায় উত্ত উরছে হয়, প্রায় ১১৭ বৎসর ধরে জারার সরনে এই আয়োজন  তিনি হাযরাত মাওলানা,

মরহুম পির ফকির উদ্দিন খলিফা ১৩৫১, পির সাহেব পরদা নেয়  থিক তার ২ বছর পরে মরহুম ইয়াদ আলী খলিফা ১৩৫৩ পরদা করেন,প্রতি বছরের মতো এবারের উরুছ আরও বাশি ধুম ধামে উপজাতি হয় যেখানে সভাপতি রবং বর্তমান খলিফা ও গদ্দেনিশীন মোহাম্মদ ছবির উদ্দিন, তিনি বলেন প্রায় একশত বছর আগে,পর পর দুইজন আল্লাহ ওলি বিদায় নেয়ার পর হতে এই উরুছ আমরা পালন করে জাতছি বিভিন্ন্য সময়বিভিন্ন্য প্রতিবন্ধকতা দেখা দিল ও আমরা কুখনো থামিনি ইনশাআল্লাহ এই উরুছ থাম্বেও চলছে চলতেই থাকবে,তিনি আরও বলেন পিরের কারামতি বা অলৌকিক ঘটনা সম্পর্কে, তিনি ও রলাকার বয় বৃদ্ধ রা বলেন পির শাহেব (ফকির উদ্দীন খলিফা) খেতে খামারে কাজে গেলে যদি বৃষ্টি  হতো  সকলের গায়ে বৃষ্টির পানি পরলেও মরহুম পির(ফকির উদ্দীন খলিফা) উনার গায়ে পানি এক ফটাও পরে নি, জানিয়েছেন মরহুম পির সাহেবের ৯ বম তমো আওলাদ (ছবির উদ্দীন)  তিনি আরও বলেন যদি কোন বিমার কেও আসতেন  তার কাছে সুস্থ হতেন উনার পানি পরা খেলেই, ইত্যাদি অনেক কারামতি বা অলৌকিক ঘটনা প্রকাশিত হয়েছে  যা শুমায় কম হবার কারণে প্রকাশ করা সম্ভব হতছে না এখন,ফকর উদ্দীন  নামক তাহার ৫ম আওলাদের দাতদিয়ে এই উরুছ উতজাপিত হতছে।