কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হতে যাচ্ছে, বেশ কয়েকবার পেছানোর পর শেষমেশ আগামী শুক্রবার এই মসজিদটির উদ্বোধন করবেন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি ২ দিনের সফরে কক্সবাজার আসছেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলা ১২ টায় উদ্বোধন করবেন।
উল্লেখ্য, মসজিদটির নির্মাণ কাজ শেষ হতে দীর্ঘ সময় নেয়া হলেও, এবার আর কোনো বাধা না আসলে নতুন এ মসজিদটি উদ্বোধন হবে। মসজিদটি ৪ তলা বিশিষ্ট, আধুনিক সব সুবিধা দিয়ে সাজানো। এতে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে এবং ১২০০ মুসল্লী একসাথে নামাজ পড়তে পারবেন। মসজিদের নীচতলায় থাকবে একটি ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র।
ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমেদ এর পাঠানো সফরসূচি থেকে এ তথ্য পাওয়া গেছে।