কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ অর্থ বছরের বাজেট ঘোষনা ২৬ জুন বুধবার দুপুর ১২ ঘটিকায় কটিয়াদী পৌর মিলনায়তনে পৌর মেয়র জনাব মোঃ শওকত উসমান ।
সাহেবের সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্টান অনুষ্টিত হয়। পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন এর সঞ্চনালয় পৌর মেয়র জনাব মোঃ শওকত উসমান সাহেব নতুন কোন কর আরোপ ছাড়াই ২০২৪-২০২৫ অর্থ বছরে।
২৩ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৮৮১ টাকার বাজেট ঘোষনা করেন। ব্যয় ধরা হয়েছে ২২কোটি ৩৯ লক্ষ ৫৫ হাজার ৮৮১ টাকা৷ উদ্বৃত্ত থাকবে ১ কোটি ২৩ লাখ,৩২ হাজার
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার কাউন্সিলর,সংরক্ষিত ১,শাহানারা এমদাদ,২,রিনা আক্তার ৩.বকুলা আক্তার।ওয়ার্ড নং ১.আরিফুল হাসান (উজ্জল) ওয়ার্ড নং ২.হাবিবুর রহমান (বাচ্ছু) ওয়ার্ড নং ৩.মনিরুজ্জামান (মনির) ওয়ার্ড নং ৪,আবুল কাশেম (রেনু)ওয়ার্ড নং ৫.জাকির হোসেন (সুমন)ওয়ার্ড নং ৬.আশরাফুল হক (দাদন)ওয়ার্ড নং ৭.মাহফুজুর রহমান (মিঠু)ওয়ার্ড নং ৮.জাহাঙ্গীর হোসেন (কাকন)ওয়ার্ড নং ৯.আলী হোসেন ও
সহকারী প্রকৌশলী, মহি উদ্দিন আহমেদ,হিসাব রক্ষক মোঃ জসিম উদ্দিন, ক্যাশিয়ার সুমন মিয়া, প্রধান সহকারী ইসমাইল হোসেন। সহকারী ঠিকাদানকারী জাহাঙ্গীর হোসেন সহ উক্ত পৌরসভার সকল কর্মচারীগন উপস্থিত ছিলেন।