গাজীপুরের কাশিমপুরে জাল টাকাসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ৯.৪০ ঘটিকার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর ৪নং ওয়ার্ডের কাজী মার্কেট এলাকার ডিবিএল ২নং গেটের সামনের একটি ফলের দোকান থেকে জাল টাকা দিয়ে ফল কেনার সময় দোকানদারকে টাকা দিলে, টাকা দেখে সন্দেহ হওয়ায় দোকানদার টাকা পরিবর্তন করে দিতে বলে। এসময় টাকা পরিবর্তন করে না দিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা করতে থাকে মাসুদুল হক বাদল ও আবদুর রহমান। পরে স্থানীয় জনতা তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাসুদুল হক বাদল ও আবদুর রহমানের দেহ তল্লাশি করে ১০০০ টাকার নোট নয়টি ও ৫০০ টাকার একটি নোট সহ মোট ৯৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ মো: সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে জাল টাকা সহ দুইজনকে আটক করা হয়েছে, তাদেরকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।