কটিয়াদী উপজেলার অন্তর্গত কটিয়াদি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাহেতেরটেকী গ্রামের বন্দের বাড়ির রাস্তাটি এখনো পর্যন্ত কাঁচা অবস্থায় রয়েছে।  এই রাস্তাটি পাকা করা খুবই জরুরি।রাস্তাটি প্রায় ১কিলোমিটার। একটু  বৃষ্টি হলেই  কাদা জমে। রাস্তা তো নয়, যেন ময়দার খামির। পা ঢুকিয়ে অন্য পা তুলে আবার ফেলতে লাগে কয়েক মিনিট।  জনসাধারণের জন্য চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে।এভাবেই চলছে কটিয়াদী উপজেলার কটিয়াদী পৌরসভার  ৬ নম্বর ওয়ার্ডের মধ্যে  তেলিচাড়া  গ্রামের 'তেলিচাড়া মডেল স্কুল 'মোড় থেকে সোনা মেম্বার বাড়ি পর্যন্ত রাস্তাটি এবং বোয়ালিয়া বাজার থেকে নবুরিয়া পর্যন্ত রাস্তাটি। দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।বিশেষ করে ছাত্র -ছাত্রীদের স্কুলে আসা-যাওয়া করতে অসুবিধা হচ্ছে।  উপজেলায় বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হলেও এখানে কাদায় ভরে থাকে রাস্তাটি। আর এসব কাঁচা রাস্তাগুলোর জন্য বর্তমান সময়ে এসেও এলাকাবাসীর পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। বর্ষায় এ রাস্তায় পানি আর নরম মাটিতে লোকজনের হাঁটা চলায় চারদিকে কাদায় একাকার হয়ে যায়।  তা এলাকাবাসির প্রাণের দাবি এই রাস্তাদ্বয়টি যেন দ্রুত পাকা করে দেওয়ার ব্যবস্থা করেন উপজেলা ও পৌর প্রশাসকরা।আপাতত ১০-১৫ ট্রাক রাবিশ দিয়ে চলাচলের ব্যবস্থা করলে মানুষ কিছুটা হলেও উপকৃত হবে।  একাধিক লোক অভিযোগ করে বলেন, নির্বাচন এলেই সবাই প্রতিশ্রুতি দেয় কিন্তু কেউই রাস্তা করে না আমাদের অপরাধ কী?