কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অর্ধশতাধিক কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়েছে

আজ ২৩ জুলাই বুধবার সকাল ১১ টায় রাজিবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘর উদ্যোগে রাজিবপুর গার্লস স্কুল মাঠে অর্ধশতাধিক  কৃষকদের বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ করা হয়েছে। 
রাজিবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘ সভাপতি আরিফ মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সদস্য সচিব আব্দুল হাই সরকার। 

অধ্যাপক মোখলেছুর রহমান বলেন
কুড়িগ্রামের এই দরিদ্র মানুষের খাবারের তালিকায় যে সবজী থাকার কথা সেই তুলনায় দুবেলা দু মুঠো খেয়ে এই নিম্নবিত্ত পরিবারগুলো  সবাই কিনে খেতে পারে না। আজ বসুন্ধরা শুভসংঘ উদ্যোগে এই মানুষ গুলোর মাঝে তাদের ভাতের প্লেটে জাতে সবজিও থাকে সেই জন্য নানা প্রজাতির সবজির বীজ বিতরণ নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ।আমরা যদি একটু যত্ন নিয়ে আমাদের বাড়ির আশপাশের যে ফাঁকা জায়গা গুলো আছে সেখানে এই বীজগুলো ছিটিয়ে একটু খেয়াল রেখে যদি সবজির বাগানটা করতে পারি তাহলে আমাদের এই বাগান থেকে আমরা আমাদের চাহিদা মেটাতে পারবো।  কৃষকদেরকে নিয়ে মানুষের আয়োজন খুব একটা চোখে না পড়লেও আজকের আয়োজনটি অবশ্যই ব্যতিক্রম এ ধরনের উদ্যোগ গ্রহণ করাকে আমরা সাধুবাদ জানাই। 

আব্দুল হাই সরকার বলেন সবজি এমন একটা জিনিস যা আমাদের পুষ্টির চাহিদা মিটানোর পাশাপাশি রোগ কোথাও বাড়িয়ে থাকে। তাই বসুন্ধরা শুভসংঘ আজকে যে সবজির বীজ বিতরণ করছে এটা আমাদের পতি জায়গা গুলো যাতে ফাঁকা না থাকে সেগুলোকে চাষাবাদ এর জন্য উৎসাহ প্রদান করছে। বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের জন্য সবজি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সব সময় সবজি খেয়ে থাকি। এই ধরনের আয়োজনে সব সময় আমরা পাশে থাকার প্রত্যায় ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা যুব দলে আহবায়ক সদস্য আমজাদ হোসেন, মোখলেছুর রহমান ও হযরত আলী, চর রাজিবপুর প্রেসক্লাবে  সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্ন সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শাহজাহান সিরাজ, রাজিবপুর সরকারি বসুন্ধরা শুভসংঘর যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য রিপন, ফেরদৌস, মিরাজ,আসিফ, বায়েজিদ, সৌরভ প্রমুখ।