যশোর জেলার চৌগাছা  উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের মাদ্রাসা পাড়াই আজ দুপুর ১১ ঘটিকাই আমিন উদ্দিন এর ছেলে , তাহাজ্জত হোসেন ওরফে ট্যানা (৪৬)   এক নারী কে কুপ্রস্তাব দেই ।উক্ত নারী তার প্রস্তাব না মানাই ঐ নারীর বাম হাতের আঙ্গুল কামড়িয়ে ছিঁড়ে ফেলে। খবর পাওয়া মাত্র  ঐ নারীর মামলার ভিত্তিতে  চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তাহাজ্জত  হোসেন   ট্যানাকে আটক করেছ।