ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুড়িগ্রাম জেলার ৩ টি উপজেলায় সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ব্যালট পেপারে ভোট গ্রহন শুরু হয়েছে। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুড়িগ্রাম জেলার ৩ টি উপজেলায় সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ব্যালট পেপারে ভোট গ্রহন শুরু হয়েছে। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নদ-নদী,বেষ্টিত রৌমারী,রাজিবপুর ও চিলমারী উপজেলার ১৫ ইউনিয়নের ১৩৩ কেন্দ্রে ৩ লাখ ৪২ হাজার ৭২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। প্রথম ধাপের নির্বাচনে ৩ উপজেলায় মোট প্রার্থী সংখ্যা ৪০ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন,ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী বিভিন্ন প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম দেখা গেছে। কয়েকজন প্রার্থী জানিয়েছে সকালে ভোটাদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ওটার উপস্থিতি বৃদ্ধি পাবে। এছাড়াও প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানান ধরনের অনিয়মের অভিযোগ তুলেছে। 

প্রথমবারের মতো ভোট দিতে আসা বিলকিস রানু ও মল্লিকা জানান, জীবনের প্রথম ভোট উপজেলা নির্বাচনে এসে শান্তিপূর্ণভাবে দিলাম, খুব আনন্দ লাগছে, আগে যে কথা শুনেছি যে ভোট দেয়ার আগেই ভোট শেষ হয় সেটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট যার প্রমাণ আমরা নিজেই।

বয়স্ক ভোটার আমির আলী ও মর্জিনা বেগম জানান, এবারের নির্বাচন ব্যতিক্রম এখানে কোন ধরনের অনিয়ম নেই আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি।

চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রুকুনুজ্জামান শাহিন জানান, আমি শুনেছি টাকা-পয়সার মাধ্যমে অন্য প্রাপ্তি গন ভোট  কেনাবেচা হচ্ছে ।অপর প্রার্থী নুরুজ্জামান আজাদ জামান বলেন, আপনারা যে অভিযোগের কথা শুনেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবারে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এখানে কোন প্রকার টাকা-পয়সা লেনদেন হয়নি।