আগামী ২১ মে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্ডের কাছ থেকে ২০ লক্ষ টাকার উপরে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনটিতে মোট কেন্দ্র ৭৪ টি। স্কুল, কলেজ , মাদ্রাসার শিক্ষক সহ বিভিন্ন সরকারী দপ্তর হতে মোট ১৬৪৬ জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করবেন । এতে প্রিজাইডিং অফিসারের সংখ্যা ৭৪ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৫২৪ জন, এবং পোলিং এজেন্ড ১০৪৮ জন । নির্বাচনের দিন দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসারগণ সম্মানী পাবে ৮ হাজার টাকা, সহকারী প্রিজাইডিং অফিসার ৬ হাজার টাকা , এবং পোলিং এজেন্ডরা ৪ হাজার টাকা ।
প্রতি বছরের মতো এ বছরও নির্বাচনী দায়িত্ব পেতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের লবিং এর সাথে গুনতে হয়েছে জনপ্রতি বারে’শ থেকে তের’শ টাকা । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধরা ছোঁয়ার বাইরে থাকতেই ঘুষের টাকা নিয়েছে সুপারভাইজারদের মাধ্যমে । আবার অনেকে সরাসরি লবিং করেছে । এতে প্রায় ২০ লক্ষ টাকার উপরে হাতিয়ে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । দূর্ণীতির বিষয়টি আলোচিত সমালোচিত এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জড়িত ।
অনুসন্ধানে আরো বেড়িয়ে আসে, জামালপুর জেলা শহরে পিটিআই ট্রেনিংয়ে থাকা ২২ জন শিক্ষকের মধ্যে শামীমা আক্তার, আকলিমা আক্তার, সহ আব্দুলল্লাহ আল মামুন নামের তিন শিক্ষক উপজেলা পরিষদ নির্বাচনী ডিউটি পেয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তালিকাভুক্ত শিক্ষক নির্বাচনী ট্রেনিংয়ে অংশগ্রহণ করেও নির্বাচনের দিন দায়িত্ব পালন করতে পারেনি এমন এক ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, আজ অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললে আগামীকাল উদ্ধতন কর্মকর্তাদের প্রশ্নের চাপের মুখোমুখি হতে হবে । নিজের চাকরি চলে যাবে । উপর থেকে সব সিস্টেম করা । স্টেটম্যান্ট দিয়ে কোন লাভ হবে না । তবে দেওয়ানগঞ্জে ঘুষ ছাড়া নির্বাচনী ডিউটি পাওয়া যায়না । নির্বাচনকালীন সময়ে দুর্নীতির বিষয়ে সরাসরি কারো কোন অভিযোগ না থাকায় অনিয়মিটি নিয়মে পরিণত হয়ে আসছে গত কয়েক বছর থেকে ।
উপজেলা নির্বাচন কমিশনার মো. মুক্তার হোসেন বলেন গত তিনটি নির্বাচনে (দ্বাদশ জাতীয় নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউপি নির্বাচন) টাকা লেনদেন হয়েছে বলে আমি শুনেছি, এবারও শুনলাম কিন্তু কোন প্রমাণ পায়নি । আপনাদের মাধ্যমে প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণ করবো । আপনারা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, আপনার নির্বাচন কমিশারের সাথে যোগাযোগ করেন । আমি নির্বাচন কমিশনারের সাথে অনিয়মের বিষয়টি নিয়ে কথা বলবো ।