কর্মকর্তাদের পক্ষে একজন জানান- আল আরাফাহ ইসলামী ব্যাংক গত ২০ জুলাই একটি ই-মেইল এর মাধ্যমে সম্পূর্ণ অবৈধ উপায়ে ও অনৈতিক ভাবে কোন রকম পূর্ব নোটিশ ছাড়া ৫৪৭ জন কর্মকর্তাকে টারমিনেট করে। একটি মূল্যায়ন পরীক্ষার কথা বলে ৩-৫ বছর স্থায়ী কর্মকর্তাগণকে চাকুরীচ্যুত করা হয়। চাকুরি পুনর্বহাল এর দাবিতে গত ২৮ জুলাই থেকে আল আরাফাহ টাওয়ার এর সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলো, কিন্তু গত ৭ আগস্ট কর্মসূচী চলাকালীন ব্যাংকের বর্তমান ম্যানেজমেন্ট এর নির্দেশে তাদের নিয়োজিত সিকিউরিটি নামধারী সন্ত্রাসী বাহিনী দিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে স্বৈরাচারী কায়দায় সিকিউরিটি গার্ড দিয়ে কর্মকর্তাদের উপর হামলা করে, যেখানে অন্তঃসত্ত্বা নারী অফিসার সহ ১৫- ২০ জন কর্মকর্তা মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। অনেকের অবস্থা আশংকাজনক। বর্তমানে কর্মকর্তারা যাতে কোন রকম প্রতিবাদ কর্মসূচি পালন করতে না পারে, তাদের নিয়োগ বানিজ্য ও দূর্নীতি গোপন করার জন্য মিথ্যা মামলা করে ১৬ জনকে এজাহারভুক্ত আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে একটি মিথ্যা মামলা দিয়েছে। এছাড়াও প্রতিনিয়ত ফ্যাসিস্ট সরকারের কায়দায় ৩/৪ জন অফিসার কে গ্রেফতার করে পল্টন মডেল থানার পুলিশ। প্রসঙ্গত মসজিদ থেকেও একজন সহকর্মীকে নামাজ পড়া অবস্থায় সিকিউরিটি গার্ড মারতে মারতে আল আরাফাহ টাওয়ার এর ভিতর হত্যার উদ্দেশ্যে নিয়ে যার পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। এই অনৈতিক কর্মকান্ডের নিন্দা জানাচ্ছি।
কর্মকর্তারা তাদের দাবীতে আরও জানান- বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্টদের প্রতি এই হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনকারীদের আইনানুগ বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন, পাশাপাশি অনতিবিলম্বে কর্মকর্তাদের স্বপদে স্বশাখায় পুনর্বহালের কথাও উল্লেখ করেন।