কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হয় আলোচনা সভা। সভার বক্তব্যে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের প্রতিবাদ জানানো হয়। সোমবার ( ১৬ ডিসেম্বর) বেলা ২টায়  মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা বক্তব্য রাখে। তারা সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেন, " ৭১ এর বিজয় ২৪শের বিজয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ৷ উভয় বিজয় অর্জিত হয়েছে আত্মত্যাগের বিনিময়ে। কোনো বৈশ্বিক অপশক্তির কালোছায়া কোনোভাবেই বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত আনতে পারবে না। " সমাপনী বক্তব্য বিজয়ের উল্লাস সর্বত্র ছড়িয়ে দিয়ে স্বাধীনতার স্বাদ আস্বাদন করার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।