ঝিনাইদহের কোটচাঁদপুরে দিনব্যাপী গণসংযোগ করেছেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। রবিবার (১০ আগস্ট) ফজর নামাজের পর পৌরসভার চৌগাছা বাসস্ট্যান্ড জামে মসজিদে আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
গণসংযোগে কাঁচাবাজার, ঋষিপাড়া, পালবাড়ি, কলেজ বাসস্ট্যান্ড, সবজিবাজার, মাছবাজারসহ শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও জনসম্পৃক্ততা কার্যক্রম চালান তিনি। পথসভা ও কুশল বিনিময়ে অধ্যাপক মতিয়ার রহমান ন্যায়, ইনসাফ ও দেশগঠনের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন।
সন্ধ্যায় সলেমানপুর উত্তরপাড়া জামে মসজিদে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র পদপ্রার্থী ও উপজেলা যুব ও মিডিয়া সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম। এতে পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।