শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যালয়ের মানোন্নয়ন এবং ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়ে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাঁচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।
বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রহিমা খাতুন । এতে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছয়জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
বিদ্যালয়ের সভাপতি ও  সাফদারপুর কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান বলেন, “শিক্ষার মানোন্নয়নে সবচেয়ে জরুরি হলো শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি। অনেক সময় অভিভাবকদের উদাসীনতার কারণে শিক্ষার্থীরা ঝরে পড়ে। তাই অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং সন্তানের পড়াশোনায় নিয়মিত খোঁজ নিতে হবে।”
 উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার (শিক্ষা)মোঃ ফারুক হোসেন বলেন  , “আমরা চাই  বিদ্যালয়ের সার্বিক পরিবেশ আরও উন্নত হোক। এ জন্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সমাজের একত্রিত ভূমিকা দরকার। ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনা হবে আমাদের অন্যতম লক্ষ্য।”
 অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম  বলেন , “শুধু বিদ্যালয়ের ওপর দায়িত্ব দিয়ে বসে থাকলে হবে না, আমাদের অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে। শিক্ষক ও অভিভাবকের মেলবন্ধনে শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ পরিবেশ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে যেসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়, তারা হলেন—মোঃ আল রিয়াদ (A+, গোল্ডেন),মোছাঃ তামান্না আক্তার তিশা (A+),মোছাঃ আচঁলী বিশ্বাস (A+),মোছাঃ সামিয়া খাতুন (A+),শ্রবন্তী বিশ্বাস (A+),ছাদিয়া খাতুন (A+)
অনুষ্ঠান শেষে অভিভাবকদের মতামত গ্রহণ ও বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।