সিলেটের কোম্পানীগঞ্জ থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ দুপুর ২টা ৩০ মিনিটে (১৪.৩০ ঘটিকা) কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ রতন সেখ পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।


অভিযানকালে কোম্পানীগঞ্জ থানাধীন ০১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নারাইনপুর এলাকায়, ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে জনৈক লতিব আলীর টিনের চালার বসত ঘরে তল্লাশি চালিয়ে ১৭টি বস্তা ভর্তি মোট ৭৯৪ বোতল ভারতীয় মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদকগুলো সীমান্ত পেরিয়ে আনা হয়েছিল এবং স্থানীয় বাজারে সরবরাহের পরিকল্পনা ছিল। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার পরিপ্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।