এর আগে দুপুরে চাঁদপুর শহরের তালতলা এলাকায় পৌর কবরস্থানে এক অজ্ঞাত ব্যক্তি কাগজের কার্টনের ভেতর সাদা কাপড়ে মোড়ানো শিশুটিকে দাফনের জন্য নিয়ে আসে। কবর খোঁড়ার পর জানাজা পড়ানোর আগমুহূর্তে দায়িত্বপ্রাপ্ত ফারুক মিয়া আজান দিলে শিশুটি কান্না শুরু করে। সঙ্গে সঙ্গে ডাকচিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন।
পরে স্থানীয় দুই সাংবাদিক মোসাদ্দেক আল আকিব ও আশিক বিন রহিমের সহায়তায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শিশুটিকে পাশের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। তবে ফেমাস স্পেশাল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
ক্লিনিকের শিশু বিভাগের চিকিৎসক ছোটন জানান, শিশুটির ওজন মাত্র ৮০০ গ্রাম ছিল। অক্সিজেন ও পুষ্টির ঘাটতি ছাড়াও তার শ্বাসপ্রশ্বাসে জটিলতা ছিল। সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পরে গভীর রাতে জানাজা শেষে শিশুটিকে একই কবরস্থানে দাফন করা হয়।
এদিকে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, শিশুটির পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।