কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজের যাওয়ার সময় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় শাহজালাল (২৫) নামে এক প্রবাসী যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।


সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় চৌদ্দগ্রাম লাকসাম আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি হেলাল উদ্দিন আহমেদ।

নিহত শাহজালাল উপজেলা পৌরসভার চান্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে। 

নিহতের বড় ভাই শাহাদাত বলেন, আমার ভাই প্রবাসে অসুস্থ হলে চিকিৎসার জন্য দেশে আসেন। সোমবার ভোর ৫টার সময় ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক লিটন বলেন, প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।