চলতি বছরের নভেম্বর মাসে ক্লাসে শতভাগ উপস্থিত থেকে পুরস্কার পেয়েছে চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে অবস্থিত মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী। মঙ্গলবার (২৬ নভেম্বর ) দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার তুলে দেওয়া হয়।জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিতিদের পুরস্কার স্বরূপ খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী এবং বই বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি। সে ধারাবাহিকতার অংশ হিসেবে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও অন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এই কার্যক্রম পরিচালনা করে আসছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন।বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ শামীম বলেন, নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। ছাত্রছাত্রীদের পড়াশোনার মানোন্নয়ন বজায় রাখতে ধারাবাহিকভাবে এই বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন কর্মসূচি পালন করেন৷ এবারও তার ব্যতিক্রম নয়। শিক্ষার পরিবেশ ধরে রাখতে ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করবে বিদ্যালয় কর্তৃপক্ষ এটাই প্রত্যাশা।মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, এই উদ্যোগ আমরা চলতি বছরের ফেব্রুয়ারী মাস থেকে গ্রহণ করি। এতে আমরা ভালো সাড়া পাচ্ছিলাম। বর্তমানে শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে উপস্থিত থাকছে দেখে নিজের কাছে ভালো লাগছে। এবার ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৩২০ জন শিক্ষার্থীদের এ উপহার তুলে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের উপস্থিতির জন্য অভিভাবকদের সর্বোচ্চ তাগিদ দিয়ে থাকি। ইনশাআল্লাহ আমাদের এই তালিকা আরও দীর্ঘ হবে, যদি অভিভাবকরা সচেতন হন।