সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫), বিকাল ৫ টায় খোকসা উপজেলা জামায়াত ইসলামের আয়োজনে এই গণ মিছিলটি শুরু হয়। গণ মিছিলটি খোকসা উপজেলা গেট থেকে শুরু করে খোকসা বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
জামায়েত ইসলামের এই গণ মিছিলে যোগদান করে হাজার হাজার মানুষ। সৃষ্টি হয় খোকসা বাজার জুড়ে উৎসব মুখর পরিবেশ।
আজকের এই গণমিছিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী,
মোঃ আফজাল হোসাইন।
কুমারখালি উপজেলা জামায়াতের আমির
মোঃ আত্তাফ উদ্দিন,
খোকসা উপজেলা জামায়াতের আমির
মো: নজরুল ইসলাম সহ আরো অনেক নেতা কর্মীরা।
এই গণ মিছিল শেষে তারা খোকসা বাসস্টান্ডে গণ সমাবেশ করেন।
এই গণ সমাবেশে আফজাল হোসাইন বলেন, জনগণের মন জয় করে আমরা দাঁড়িপাল্লার বিজয় সিনিয়ে আনবো ইনশাল্লাহ।
এবং নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আজ এই গণ মিছিলে প্রমাণিত হয়েছে যে খোকসার মাটি ইসলামের ঘাঁটি।
জামায়াত ইসলামের আজকের এই গণ মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারী দাড়িপাল্লা মার্কার স্লোগানে মুখরিত করে খোকসার পরিবেশ এবং খোকসা ০৪ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেন।