মুন্সীগঞ্জের গজারিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় আহত জয়নাল মিস্ত্রি (৬৫) নামের এক পথচারী মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নিহত জয়নাল মিস্ত্রি উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের মৃত কালু মিস্ত্রির ছেলে।
রবিবার (২৯জুন) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দুপর পৌনে একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় সড়ক পার হওয়ার সময় কুমিল্লামুখী একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি আহত হন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, ঘটনার পরপরই মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। বর্তমানে মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।