CBF গণিত অলিম্পিয়াড শেষ হলো। ৯ আগষ্ট নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন CBF কর্তৃক আয়োজিত "CBF গণিত অলম্পিয়াড-২০২৫" অনুষ্ঠিত হয়।

এই অলম্পিয়াডে অংশগ্রহণ করেন উপজেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান
১) বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
২) সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়। 
৩) গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। 
৪) ডেল্টা জুট মিলস উচ্চ বিদ্যালয়। 
৫) চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়।

 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ সালেহ আহমেদ সোহেল। উপস্থিত ছিলেন সংঘঠনের প্রতিষ্ঠাতা সভাপতি টি.আই সুজন সহ স্বেচ্ছাসেবী বৃন্দ,  সকাল ১০ টায় শুরু হয় এ অলম্পিয়াড। উক্ত অলম্পিয়াড এ অংশ গ্রহণ করেন ৯ম ও ১০ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী রা।
জানা যায় অলম্পিয়াড এ অংশগ্রহণকারী ৬০ জনের মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তির্ন শিক্ষার্থী রা সার্টিফিকেট সহ সম্মাননা পাবেন। এবং ১ম, ২য়, ৩য় পাবেন বিজয়ী পুরষ্কার।

‘গণিত শেখ, স্বপ্ন দেখ’ স্লোগানে, সামাজিক সংঘঠন চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন CBF এ ব্যাতিক্রম উদ্যোগ নেন। 

এতে সার্বিক সহযোগিতা করেন লাইফ কেয়ার ম্যাটস।CBF গণিত অলিম্পিয়াড শেষ হলো। ৯ আগষ্ট নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন CBF কর্তৃক আয়োজিত "CBF গণিত অলম্পিয়াড-২০২৫" অনুষ্ঠিত হয়।
এই অলম্পিয়াডে অংশগ্রহণ করেন উপজেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান
১) বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
২) সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়। 
৩) গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। 
৪) ডেল্টা জুট মিলস উচ্চ বিদ্যালয়। 
৫) চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়।

 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ সালেহ আহমেদ সোহেল। উপস্থিত ছিলেন সংঘঠনের প্রতিষ্ঠাতা সভাপতি টি.আই সুজন সহ স্বেচ্ছাসেবী বৃন্দ,  সকাল ১০ টায় শুরু হয় এ অলম্পিয়াড। উক্ত অলম্পিয়াড এ অংশ গ্রহণ করেন ৯ম ও ১০ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী রা।
জানা যায় অলম্পিয়াড এ অংশগ্রহণকারী ৬০ জনের মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তির্ন শিক্ষার্থী রা সার্টিফিকেট সহ সম্মাননা পাবেন। এবং ১ম, ২য়, ৩য় পাবেন বিজয়ী পুরষ্কার।

‘গণিত শেখ, স্বপ্ন দেখ’ স্লোগানে, সামাজিক সংঘঠন চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন CBF এ ব্যাতিক্রম উদ্যোগ নেন। 

এতে সার্বিক সহযোগিতা করেন লাইফ কেয়ার ম্যাটস।