বেলা ১২ টায় বিভিন্ন সময়ে উদ্ধার ও জব্দকৃত মালামালের পরিসংখ্যান লিখিত বক্তব্যে প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)'র ব্যাটালিয়ন কমান্ডার লে: কর্নেল মাহাবুব মোর্শেদ। তিনি বলেন গত ১ বছরে প্রায় ১শত ৩২ কোটি টাকা মূল্যের অস্ত্র, স্বর্ণ, বিভিন্ন প্রকারের মাদক, আমদানি নিষিদ্ধ চোরাচালানী পণ্য উদ্ধার করেছে। তার বিবরণ নিম্নে দেওয়া হলো।
গত ১ বছরে এই ব্যাটালিয়নের অভিযানে ৫.৩২১ কেজি স্বর্নসহ ৫জন স্বর্ণ পাচারকারী, ৬টি বিদেশী পিস্তলসহ ৭জন, ৩টি সিঙ্গেল সুটার পিস্তল, ২টি সিংগেল শটগান, ২টি দেশি পিস্তল, ১টি দেশিয় পাইপগান, ৯টি ম্যাগাজিন এবং ৩২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এছাড়াও ৯৩ জন চোরাকারবারীসহ ৯,৩৭০ বোতল বিদেশী মদ, ৬৪ লিটার দেশীয় মদ, ১৫,৪৩৩ বোতল ফেন্সিডিল, ৪৯৪.৮০৫ কেজি। গাঁজা, ৪৭,৭৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬.৪৩ কেজি হেরোইন, ১,৫০,৮৩৬ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ৯৮ বোতল এলএসডি, ২১.৩২ কেজি কোকেন এবং ০৪ কেজি ক্রিস্টাল মেথ আইস আটক করেছে। উক্ত আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটকের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ১২০ কোটি ৯৬ লক্ষ টাকা।
অন্যদিকে যৌথ টাস্ক ফোর্স অভিযান ৩০০০পিস ইয়াবা ট্যাবলেট, ১৭,৪৮০ পাকেট অবৈধ বিড়ি-সিগারেট, ১৫৪৪ পিস বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী২৮৮০ কেজি ভারতীয় বেহন্দী ও দোয়ারী জাল, ৩৮১৪৪ কেজি চায়না জাল, ৩০,৯৭০ কেজি কারেন্ট জাল, ০২টি অবৈধ জাল তৈরীর মেশিন এবং বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ১০ কোটি ৯৭ লক্ষ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। মাদকদব্যসহ আসামী আটক বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানালেন
ব্যাটালিয়ন কর্মকর্তা।