পটুয়াখালী জেলার গলাচিপায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর সার্বিক সহায়তায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্প্রসারিত ভবনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদরুন নাহার, সহকারী পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন শাখা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ, রীনা রানী, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, পটুয়াখালী।
গলাচিপা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মিয়া মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ উপজেলার ২০২২/২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উর্ত্তীর্ণ ৩২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সমন্বয় করেন, মো. আবুল কালাম সাঈদ, একাডেমিক সুপারভাইজার, গলাচিপা, পটুয়াখালী।
এ সময়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।