গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা। 'নো ওয়ার্ক, নো স্কুল' কর্মসূচির সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেছে।
গতকাল থেকেই যার যার অবস্থান থেকে সবাই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে।সেই প্রেক্ষিতেই মিরপুর ইসিবি চত্বরে সকাল থেকেই মানুষ জড়ো হতে শুরু করে এবং সবাই গাজা বাসীর প্রতি দোয়া চায়, এবং এই বর্বরতার প্রতিবার জানায় এবং তাদের জন্য দোয়া করে।
এদিকে গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে ঘোষিত কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাদের ভেরিফাইড পেজ থেকে সংহতি জানিয়ে পোস্ট করা হয়