বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের র্নিদেশে তৃনমূল থেকে নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যে  গত ১১ জানুয়ারি শনিবার গারুড়িয়া ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এক ডজনেরও বেশি পদ প্রত্যাশি বিভিন্ন পদে তাদের ফরম জমা দেয়। ইউনিয়নের সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায় যুবদলের আহ্বায়ক / সভাপতি পদে শাখাওয়াত মৃধা এবং সদস্য সচিব / সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম সজল জনপ্রিয়তায় শীর্ষে। তারা উভয় স্কুল জীবন থেকে  ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। তৃনমূল থেকে নেতৃত্ব দিয়ে হয়েছেন বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তারা বহুবার হামলা ও পুলিশের র্নিযাতনের স্বীকার হয়েও বিএনপির রাজনীতি থেকে দূরে সড়ে জাননি। তারা উভয় বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের বিশ্বস্ত কর্মী হিসেবে এলাকায় সু পরিচিত। 
শাখাওয়াত মৃধা বলেন " দলের মঙ্গলের জন্য যাকে নেতৃত্ব দেয়া হবে আমরা তার নেতৃত্বই মেনে নিবো।"
শহিদুল ইসলাম সজল বলেন " আমি আমার নিজের জন্য নেতৃত্ব চাই না দল ও দেশের জন্য যে কাজ করবে তাকেই নেতৃত্ব দেয়া হোক"