ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক সুরেশ কৈরীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৩ মে/২০২৫) শোকর‌্যালি, স্মরণসভা ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। সাংবাদিক সুরেশ কৈরী সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা, সাহিত্য, ক্রীড়াঙ্গন, সমাজসেবা ও একজন দক্ষ সংগঠক হিসেবেও অগ্রণী ভূমিকা রাখেন। 
স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ। ‘মফস্বল সাংবাদিকতায় চারণ সাংবাদিক সুরেশ কৈরী ও সংবাদ-সাংবাদিকতায় সংকট ও উত্তরণ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। 
বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক হারুন আল বারী, দৈনিক দিগন্ত বাংলার গৌরীপুর প্রতিনিধি তৌহিদুল আমিন তুহিন, মফস্বল সাংবাদিক ফোরামের সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান, সাংবাদিক সুমন এস, ব্যবসায়ী গোলাম কিবরিয়া, সাংবাদিক শামীম আনোয়ার, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, সৌরভ শেখ, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব প্রমুখ। 
২০১১ সন থেকে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ শিক্ষা, সাহিত্য, ক্রীড়া, সমাজসেবা ও সংগঠক হিসেবে প্রতিবছর বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধিত করে আসছে।