চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন চালু হলেও চকরিয়া উপজেলার হারবাং রেল স্টেশন এখনো অচল রয়েছে। সরকারের পক্ষ থেকে টিকেট কাউন্টার ও যাত্রীদের জন্য রেস্ট হাউজ নির্মাণ করা হলেও স্টেশনে ট্রেন না থামায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের মতে, হারবাং রেল স্টেশন চালু হলে আশপাশের কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ উপকৃত হবে। অথচ টিকেট কাউন্টার ও অবকাঠামো থাকলেও সেগুলো ব্যবহার করতে পারছেন না যাত্রীরা।
এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, "আমাদের দীর্ঘদিনের স্বপ্ন চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ চালু হলেও আমরা এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত। রেল স্টেশন চালুর দাবিতে আমরা ইতোমধ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও কঠোর আন্দোলনে যাব।"
এ বিষয়ে হারবাং স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, দ্রুত হারবাং রেল স্টেশন চালু করে যাত্রীসেবার ব্যবস্থা নিশ্চিত করা হোক।