মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের সামনে ইসকন নেতার গ্রেফতারের প্রতিবাদে এ সংঘর্ষের ঘটনা ঘটে।চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় সম্মিলিত সনাতনী জাগরন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ(৩০) নামে এক শিক্ষানবীশ আইনজীবী নিহত হয়েছেন। এসময় এডভোকেট ইদ্রীচ রানা জানান যে, সংঘর্ষ চলাকালীন সময়ে ইসকন সমর্থনকারীরা ধাওয়া পাল্টার সময় সাইফুল ইসলাম পিছনে পড়ে যান,এবং তারা সাইফুলকে কুপিয়ে জখম করে হত্যা করে। এর আগে বিকালে আদালত প্রাঙ্গনে মসজিদ ভাঙ্গা নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ।এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আলিফকে মৃত ঘোষণা করেন।