২ই আগস্ট রোজ-শনিবার সকাল ১১টা হইতে বিকাল ৪টা পর্যন্ত এই অনুষ্ঠান বিদ্যালয় এর মিলাতন হল রুমে অনুষ্ঠিত হয় ।


আমেরিকা প্রবাসী মোহাম্মদ জাহেদুল চৌধুরীর সভাপতিত্বে ও তানদিঘি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রূপন কুমার সুশীল এর সঞ্জলনায় অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 
চন্দনাইশ উপজেলা ভূমি নির্বাহী কর্মকর্তা ডিপ্লেমেসী চাকমা, উদ্বোধক ছিলেন ১৯৯২’ ব্যাচ এর কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মোজাম্মেল হক সুজন, ডাক্তার খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যায়ের সিনিয়র শিক্ষক অতিথি বন্ধু আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপটেন অবসর প্রাপ্ত কাদের মাহামুদ, বিদালয়ের প্রতিষ্টাতা মোহাম্মদ শাহেদ শাকি, কাশেম মাহামুদ উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক বাবু বিজয়া নন্দন বড়–য়া, অনান্য মধ্যে উপস্থিত ছিলেন মেহাম্মদ আলমগীর কবির, মোহাম্মদ ফারুক বাহদুর, জাহেদুল হক জাহেদ, মির কমল বড়–য়া নিলু, দিদারুল আলম (২), নুরুল ইসলাম চৌধুরী বাচা, দিদারুল আলম (১),শফিউল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, আবু তাহের, বেলাল উদ্দীন চৌধুরী, আবুল কালাম আযাদ, মোহাম্মদ জাফর সহ স্থানীয় গণ্য মান্য ব্যাক্তি গণ।