চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে চবিতে ভোক্তা অধিকার নিশ্চিতে সক্রিয় ভূমিকা পালন করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে চবিতে ভোক্তা অধিকার নিশ্চিতে সক্রিয় ভূমিকা পালন করেছে।  শনিবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, স্টেশন, শহিদ মিনার, কলাঝুপড়িসহ গুরুত্বপূর্ণ স্থানে ক্যাব যুব গ্রুপের সদস্যরা কাজ করেন।  এসময় তারা রিকশা চালকদের অতিরিক্ত ভাড়া নেওয়া থেকে বিরত রাখেন এবং দোকানগুলোতে খাদ্যের মূল্য তালিকা প্রদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে উৎসাহ দেন। পাশাপাশি, যারা ভোক্তা অধিকার লঙ্ঘন করেছেন, তাদের সতর্ক করা হয়। এছাড়া, ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা করতে ক্যাম্পাসে তথ্য সেন্টারেরও ব্যবস্থা করা হয়, যেখানে পরীক্ষার্থীরা পরীক্ষা হলে যাওয়ার প্রয়োজনীয় দিকনির্দেশনা পান। ক্যাব যুব চবি'র সভাপতি রাব্বি তৌহিদ, সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোজাইন আল রাফি, দপ্তর সম্পাদক তানজিম আশরাফ রাতুল, প্রচার ও গণমাধ্যম সম্পাদক রাফসান আলভী, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ওমর ইফতি, আইন সম্পাদক নাঈমুল আমিন এবং ডেপুটি পাবলিক রিলেশনস সেক্রেটারি নাজমুস সাকিব হৃদয়ের নেতৃত্বে সংগঠনের সদস্যরা এ কার্যক্রমে অংশ নেন। ভবিষ্যতেও ক্যাব যুব গ্রুপ ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতারা।