চবিতে সিইউএসডির বারোয়ারী ও প্রদর্শনী বিতর্ক আয়োজন

আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিইউএসডি আয়োজন করে প্রদর্শনী বিতর্ক ও বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা। আজ বুদ্ধিজীবী চত্বরে সকাল সাড়ে নয়টায় স্বাবাধীনতা মুর্যালে পুষ্পোস্তবকের  পর বিতর্কের প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হয়। এবং নির্বাচিত দশজনকে নিয়ে পরবর্তীতে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় প্রদর্শনী বিতর্কের। সরকার দলের হয়ে বিতর্ক করেন শাফায়েত মারুফ, সভাপতি, এফডিসিইউ, তাহসিনা রহমান, প্রচার সম্পাদক, সিইউএসডি, ও মোঃ রিদোয়ান আহমেদ, বিতার্কিক, সিইউএসডি। বিপক্ষ দলের হয়ে বিতর্ক করেন মোঃ আনিসুর রহমান,সভাপতি,বিজিসিটিইউবিডিসি,আকলিমা খাতুন, সাধারন সম্পাদক, সিইউএসডি, মোহসিনাত সামিহা, বিতার্কিক, সিএসসিডিসি। স্পিকার হিসেবে পুরো আয়োজনে ছিলেন সিইউএসডির মাননীয় মডারেটর ড. তুনাজ্জিনা সুলতানা,চেয়ারম্যান, মার্কেটিং বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিচারক হিসেবে ছিলেন সজীব কুমার ঘোষ, প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট, মোঃ মাহবুবুর রহমান, লেকচারার, লোকপ্রশাসন বিভাগ,সাবেক সভাপতি, সিইউএসডি,ফারহানা খান যূঁথী,সাবেক সভাপতি,সিইউএসডি,মশিউর রহমান নাঈম,সাবেক সহ সভাপতি, সিইউএসডি ও তাসফিয়া হাশেম, সাবেক অর্থ সম্পাদক, সিইউএসডি, এবং মোঃ জুবায়ের হোসেন,সাবেক পরিকল্পনা সম্পাদক, সিইউএসডি।এসময় বিজয় দিবসকে আরো গভীরভাবে জানার ও পর্যালোচনা করার জন্য উৎসাহিত করা হয় সকল বিতার্কিকদের। এবং সবশেষ সকল বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে মহামুল্যবান বই তুলে দেওয়া হয়।