চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় ঢাকিরগাঁও (হাজীর ডোন) এলাকায় ভেজাল বিরোধী অভিজানে কোয়ালিটি ফুড প্রোডাক্টস বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাবেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এই ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে মতলব বাজারস্থ ঢাকিরগাঁও হাজীর ডোন এলাকায়  কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বেকারীটি উৎপাদনকৃত খাবারে রঙ মেশানো, ময়লাযুক্ত তেল,সেকারীন, এ্যামোনিয়া এবং অপরিচ্ছন্নতার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় উক্ত প্রতিষ্ঠানকে ২০(বিশ) হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মতলব দক্ষিণ উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও মতলব দক্ষিণ থানার পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন। এসময় সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন এধরনের ভেজাল বিরোধী অভিযান ভবিষ্যতে  চলমান থাকবে।