নরসিংদীর শিবপুর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ককটেল ও গুলি হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার মদিনা জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. জামাল উদ্দিন খোকা মিয়া অভিযোগ করেন, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন খাঁ হত্যা মামলার জামিনে থাকা আসামি মোবারক হাসান জয় (৩০) দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মোবারক একাধিকবার প্রাণনাশের হুমকি দেন।জামাল উদ্দিন খোকা আরও জানান, ঘটনার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি বাড়ি ফেরার পরপরই তাকে না পেয়ে মোবারক সহযোগীদের নিয়ে তার প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় চারটি ককটেল নিক্ষেপ করা হয় এবং কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে দুটি ককটেল বিস্ফোরিত হয়, আর দুটি অবিস্ফোরিত ককটেল পরে শিবপুর থানার এসআই রাকিবুল উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, এর আগেও গত রবিবার (৩ আগস্ট) একই এলাকায় এক দোকানের সামনে মোবারক ও তার সহযোগীরা হামলার চেষ্টা চালায়। ধারাবাহিক এসব ঘটনায় এলাকায় নিরাপত্তাহীনতা ও আতঙ্ক দিন দিন বেড়ে যাচ্ছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এদিকে জানা গেছে, গত শুক্রবার (১৫ আগস্ট) নরসিংদীর সংগীতায় প্রতিপক্ষের সঙ্গে বন্দুকযুদ্ধে মোবারক নিজেও গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।