শুক্রবার (১০জানুয়ারী) বিকেল ৩ টায় চাঁদপুর হাইস্কুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেন। যুগ্ম সদস্য সচিব,চাঁপাইনবাবগঞ্জ জেলা রাশেদুজ্জামান রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আজাহার আলী। তিনি বলেন শীত বস্ত্র বিতরণ কর্মসূচি একটি মানবিক উদ্যোগ, যা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আয়োজন করা হয়েছে। শীতের কষ্ট লাঘবে আপনাদের এই প্রচেষ্টা গরীব, অসহায় ও দুস্থ পরিবারের জীবনে সামান্য উষ্ণতা যোগ করবে। এই উদ্যোগ সফল করতে যারা আর্থিক ও শারীরিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সমাজের সকলের অংশগ্রহণই এই ধরনের কার্যক্রমকে আরও সফল করে তুলতে পারে। আসুন, একসঙ্গে কাজ করি একটি মানবিক সমাজ গড়ার জন্য। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং চককীর্তি ইউনিয়ন এর জামায়াতের আমীর জনাব রবিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ৫ নং চককীর্তি ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি মিজানুর রহমান মিজান মিয়া, চাঁদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রতন চন্দ্র কুমারসহ চাঁদপুর হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচির সার্বিক সহযোগীতায় ছিলেন চাঁদপুর হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতি।