চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা সুবেদার ফকরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নায়েব সুবেদার কিবরিয়া মঈনুল, নায়েব সুবেদার নূরুল ইসলাম, নায়েক আব্দুস শুকর, সিপাহী শকিকুল ইসলাম, মাসপিয়া খাতুন প্রমুখ।বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকান্ড ঘটানো হয়েছে। ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন বিডিআর সদস্যকে হত্যা করা হয়েছে। পরে প্রহসনমুলক বিচারে ১৮ হাজারের বেশি বিডিআর সদস্যকে জেল-জরিমানাসহ চাকরীচ্যুত করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করে বক্তারা আরো বলেন, চাকরিচ্যুত পরিবার গুলো বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। তাদেরকে অনাহারে অর্ধহারে দিন কাটাতে হচ্ছে।বক্তারা এসময়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সাথে তারা যারা নিরপরাধ, তাদের জেল থেকে মুক্তিসহ পূনরায় চাকরিতে পূর্ণঃবহালের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানানএসময় বিভিন্ন প্রকার দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ তাদের পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।