কুষ্টিয়ার দৌলতপুরে কাষ্টমস অফিসার পদে চাকরি দেওয়ার নাম করে ২৮ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে আত্নসাত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুতক্তভোগী রোকেয়া খাতুন। ভুতক্তভোগী রোকেয়া খাতুন দৌলতপুর উপজেলার বাহিরমারী গ্রামের নজরুল ইসলামের সহধর্মিণী।
বৃহস্পতিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে রোকেয়া খাতুনের পক্ষে তার ছেলে লিখিত বক্তব্যে পাঠ করেন।সেখানে উল্লেখ করা হয়,হোসেনাবাদ গ্রামের মৃত শারু মন্ডলের ছেলে মহসিন আলী মো.রোকনুজ্জামান রকিকে কাষ্টমস অফিসার পদে চাকুরি দেওয়ার নাম করে ২৮লাখ ২২ হাজার টাকা তাদের কাছ থেকে গ্রহণ করে। রোকেয়া খাতুন বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে ছেলের চাকরির আশায় টাকা দেয়। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও চাকরি দেওয়ার কোন খবর নাই। পরে তারা জানতে পারে মহাসিন একজন প্রতারক। এভাবে চাকুরি দেওয়ার নাম করে আরও বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছে সে।
তাই চাকুরির আশা ছেড়ে দিয়ে টাকা ফেরত চাইতে গেলে রোকেয়া খাতুনের ছেলে রোকনুজ্জামান রকিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেয় প্রতারক মহাসিন। এমনকি ভুক্তভোগী পরিবারের নামে উল্টা চেক জালিয়াতির মামলার ভয় দেখাই এবং ভুয়া এগ্রিমেন্ট তৈরি করে নোটারী পাবলিক করে একটি লিগ্যাল নোটিশ পাঠায় প্রতারক মহাসিন।তার পরিপ্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারি দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি রোকেয়া খাতুন। চাকুরি দেওয়ার কথা বলে নেওয়া টাকা ফেরত ও প্রতারণা করায় মহাসিনের শাস্তি দাবি করেন ভুক্তভোগী ঐ পরিবার।