বাইজপুর গাউছিয়া পারা,কোচা শহর ইউনিয়ন গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলার প্রতিবছর ছিতএরসিজনের আগে থেকে শুরু হয় পুরা এলাকায় হুশিয়ারি কারখানা গুলিতে সেটার হাত মোজা পা মোজা ইত্যাদির জাঁকজমক অবস্থা। ব্যবসার শেষের দিকে তাই সকলেই তাদের পুরাতন মেশিন গুলি কেনা বেচাক করা নিয়ে ব্যস্ত। এমতাবস্থায় (রঞ্জু) ৩৫ শহর থেকে এনালক মেশিন কিনে ফেরার পথে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রঞ্জু। তিনি বলেন ১ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে একটা মেশিন কিনে নিয়ে ভেনেকরে আসছিলাম, এমত অবস্থায় একটি ছোট্ট বালক ভ্যানের সামনে দৌড় আসার কারণে ভেন্টী নিয়ন্ত্রণ হারিয়ে জমির খাঁতে পড়ে যায়, এ ঘটনায় ভ্যানওয়ালার কোন ক্ষয়ক্ষতি না হলেও যেহেতু ভ্যানের ভিতরে মেশিন টী নিয়ে বসে ছিলাম ভ্যানটি উল্টে যাওয়ার সাথে সাথেই মেশিনটি আমার গায়ের উপরে পড়ে এবং দুই টুকরা হয়ে যায় সাথে সাথে আমার হাত ভেঙে যায়। এ ব্যাপারে হাসপাতালের ডাক্তারও তিনি বলেন হাত ভাঙেনি তবে হাড়ের ভিতরে ছোট্ট একটি পাথর লেখা দিয়েছে এটা long time চিকিৎসা করা লাগবে এমনি ঠিক হবে না বা প্লাস্টার ও করা যাবে না এমন একটা জায়গায় ভেঙেছে। এ ব্যাপারে এখনো বৃথা নাই কোন মামলা দায়ের করা হয়নি নিশাত এক্সিডেন্ট হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে। মেশিনগুলোর মালিক রঞ্জু বলেন মেশিন গুলি ঠিক করতে এখন আমার প্রায় ৭০০০০ টাকার মত খরচ পড়বে জানিয়েছেন ইঞ্জিনিয়ার।