যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা বলুর মেলায় ভুয়া হিজড়া সেজে অশ্লীল নৃত্য করার দায়ে চার যুবককে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে চৌগাছা থানার এসআই (নিঃ) মেহেদী হাসান মারুফ ও এসআই (নিঃ) উত্তম কুমার মণ্ডলের নেতৃত্বে একটি দল মেলায় দায়িত্ব পালনকালে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন,  মো. শামীম হোসেন (২০), লিমন হোসেন (১৯), মো. রিফাত (১৯), সম্রাট হোসেন (২১)।

ঘটনার বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনকে অবহিত করা হলে তিনি সহকারী কমিশনার (ভূমি) জনাব তাসনিম জাহানসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তিনজনকে ৫ (পাঁচ) দিনের এবং অপর একজনকে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।