সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কেন্দুয়া পৌরশহরের কমলপুর এলাকা থেকে তাদের আটক করে এলাকাবাসী। পরে তাদের থানায় সোপর্দ করা হয়। পরে দুপুরে তাদের আটকের কথা জানায় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন— চীনা নাগরিক লি উই হাও (৩০) এবং তার সহযোগী কুড়িগ্রামের রাজারহাটের সুখদেব পশ্চিমপাড়ার মৃত আব্দুল হানিফ মিয়ার ছেলে মো. ফরিদুল ইসলাম (৩২)।
স্থানীয়রা জানান, স্থানীয় এক নারীকে বিয়ে করে চীনে পাচারের পরিকল্পনা করছিলেন লি উই হাও। আর তাতে ফরিদুল দালাল হিসেবে কাজ করছিলেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে ভোরে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়। পরে থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শেষে আটক রাখা হয়।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে জানান, আন্তর্জাতিক নারী পাচারের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।