রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ মোঃ তুষার সর্দার (৩০) ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মোঃ আরজু আলী (৩০) নামে একজন আসামীকে গ্রেপ্তার করেছে। তুষার কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভাগজোত তালতলা গ্রামের হাফিজুর সর্দারের ছেলে ও আরজু কুষ্টিয়া জেলা সদরের আরোয়াপাড়া পাড়া এলাকার মোকলেস আলীর ছেলে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার সময় রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার টিম রাজবাড়ীর পাংশা মডেল থানা এলাকার অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার শিয়ালডাঙ্গী এলাকার শিয়ালডাঙ্গা বাজারের আব্দুর রহমানের বন্ধ চায়ের দোকানের সামনে মহাসড়কের উপর হতে মোঃ তুষার সর্দারের দখলে হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইদিন বিকেল সাড়ে ৪টার সময় জেলা গোয়েন্দা শাখার টিম রাজবাড়ীর পাংশা মডেল থানা এলাকার থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ীর পাংশা মডেল থানার শিয়ালডাঙ্গী এলাকার শিয়ালডাঙ্গা বাজারে আব্দুর রাজ্জাকের বন্ধ ওষুধের দোকানের সামনে মহাসড়কের উপর হতে মোঃ আরজু আলী এর দখলে হেফাজত থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পাংশা থানায় পৃথক ২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।