সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাস হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে নতুনদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহিত কুমার দাশ, সকল শিক্ষক-শিক্ষিকা, আশাশুনি প্রেসক্লাবের সেক্রেটারি এস কে হাসান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনারুল ইসলাম (আশাশুনি উপজেলা ব্যবসায়ী অ্যাসোসিয়েশন সমিতির সভাপতি) এবং আশাশুনি প্রেসক্লাবের সদস্য বাবুল হোসেন,ইয়াসিন আরাফাত (পিন্টু) সহ আরো অনেকে,
বক্তারা নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা জীবনের নতুন ধাপে তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
এ সময় শিক্ষার্থীরা সুন্দর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। নবীনদের প্রতি সিনিয়র শিক্ষার্থীদের সৌহার্দ্য ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলে।