এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য দীর্ঘদিনের অপেক্ষা এবার শেষ হলো সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আনুলিয়া গ্রামে। আনুলিয়া সানা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে উদ্বোধন করা হলো ২৫ পরিবারভিত্তিক বিশুদ্ধ পানির স্থাপনা। স্থানীয়দের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণে এই উদ্যোগ বাস্তবায়ন করেছে NGOF-UNDP GCA প্রকল্প।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ইউএনডিপি’র ওয়াশ ইঞ্জিনিয়ার সাগর কুমার, ডিপিএইচ-এর কর্মকর্তা তানভীর হোসেন, এনজিও ফোরামের প্রজেক্ট অফিসার এ. এইচ. এম. মাসুম বিল্লাহ, ওয়ার্ড ফেসিলিটেটর রেখা খাতুন, ইউপি সদস্য মোঃ মোক্তার সানা, মসজিদের ইমাম, উপকারভোগী নারী সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা জানান, নিরাপদ পানি শুধু জীবনধারণের উপাদান নয়, এটি মানুষের মৌলিক অধিকার। এ ধরনের উদ্যোগ শুধু তৃষ্ণা মেটাবে না, বরং জনস্বাস্থ্যের উন্নয়ন ও গ্রামীণ জীবনে ইতিবাচক পরিবর্তনের পথ খুলে দেবে।

স্থানীয়দের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক। দীর্ঘদিনের ভোগান্তি পেরিয়ে অবশেষে হাতের নাগালে বিশুদ্ধ পানি পৌঁছানোয় তারা স্বস্তি প্রকাশ করেন এবং এই উদ্যোগে জড়িত সকল সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।