‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে ফেনীর ছাগলনাইয়ায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর  (MIPS)” প্রকল্পের আওতায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে রবিবার  বিকালে স্হানীয় ফুড জোন রেষ্টুরেন্টে  আয়োজিত সভায় সুজন  সুশাসনের জন্য নাগরিক ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক,  পিএফজির সদস্য সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরীর সঞ্চালনায় ও 
ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধি মিরাজ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক কামরুল হাসান লিটন,  দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম,  ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের যুগ্ম সমন্বয়ক তানজিলুল হক মিয়াজি, পৌর ছাত্র শিবিরের সেক্রেটারি সাইদুল আরেফিন সাদি,  ইসলামী ছাত্র আন্দোলন ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি আফরাতুল কায়সার প্রমূখ। 
  
সভায় পিএফজি ছাগলনাইয়ার এম্বাসেডর ও সাবেক পৌর মেয়র মো: আলমগীর বিএ এবং ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের সদস্য আরাফাত হোসেন রিয়াদের দ্রুত সুস্হতা কামনা করে দোয়া মুনাজাতের  আয়োজন করা হয়। 

আগামী ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালন, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের সদস্যদের প্রশিক্ষণের সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায়  জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র শিবির,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলেই তাদের এলাকায় ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি ও সহিংসতা প্রশমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পক্ষে মত প্রকাশ করেন। আগামীতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।